আমার সময়গুলি হারায়!

আতকিয়া ফাইরুজ রিসা ৬ জুলাই ২০২০, সোমবার, ১০:০৪:৫৪পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

আমার সময়গুলি হারায়
কখনো ধীর পায়ে হেঁটে
কখনো দৌঁড়িয়ে
হোঁচট খেয়ে পড়ে
স্থির দাঁড়িয়ে
আমার সময়গুলি হারায়।

প্রচণ্ড রোদের দাবদাহে
শ্রান্ত বিকেলে
নদীর ঘোলা জলে
অশরীরী কান্নার শব্দে
অন্ধকারের গানে
আমার সময়গুলি হারায়।

হাসি তামাশার ছলে
ব্যাঙ্গাত্মক ছড়া কয়ে
রং রসে ডুবে
অনর্থক বাকবিতণ্ডায়
আমার সময়গুলি হারায়।

আশা নিরাশার জটিল সুরে
উপেক্ষা আর অপমানে
ব্যাথা বেদনার করুণ সুরে
অযত্ন আর অবহেলায়
নিতান্তই উদাসীনতায়
আমার সময়গুলি হারায়।

নিষ্ঠুরের গর্জন শুনে
লাঞ্চিতের হাহাকার আর
তীব্র আর্তনাদে
অন্যায়ের ঝান্ডা উড়িয়ে
যুদ্ধের কুচকাওয়াজে
আমার সময়গুলি হারায়।

লক্ষ্যে পৌঁছুবার মিথ্যে আশায়
পাওয়ার আকাঙ্খায়
ক্ষমতা আর অর্থলিপ্সায়
প্রচন্ড অহমিকায়
চাটুকারিতা
আর নিষিদ্ধ আনন্দের আহ্বানে
আমার সময়গুলি হারায়।

অলস ভাবনায়
অহেতুক অভিমানে
অবিশ্বাস আর হিংসার রোষানলে
জ্বলে পুড়ে ছাই হয়ে
স্বার্থপরতার চাদরে ভালোবাসা মুড়িয়ে
ঘৃণার মশাল জ্বালিয়ে
আমার সময়গুলি হারায়।

অবশেষে-
সবকিছুতে ব্যর্থ হয়ে
হারানো সময়ের আক্ষেপ নিয়ে
কঠিন বেদনা বুকে জমিয়ে
তিলে তিলে ক্ষয়ে গিয়ে
সময়ের অতলগহ্বরে
আমার সময় আমাকে নিয়েই হারায়!

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

  • আতকিয়া ফাইরুজ রিসা-এর "দোপাটি" পোস্টে
  • আতকিয়া ফাইরুজ রিসা-এর "দোপাটি" পোস্টে
  • আতকিয়া ফাইরুজ রিসা-এর "দোপাটি" পোস্টে
  • আতকিয়া ফাইরুজ রিসা-এর "দোপাটি" পোস্টে
  • আতকিয়া ফাইরুজ রিসা-এর "দোপাটি" পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ