ভিক্ষুক!

মারজানা ফেরদৌস রুবা ২২ এপ্রিল ২০২০, বুধবার, ০৯:৪২:৫৪অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

বিত্তহীনতার দুর্বলতা
করেনি তাকে নিঃস্ব,
মনের বিশালতা দেখে
অবাক তাকিয়ে রয় বিশ্ব।

শেরপুরের নাজিমুদ্দিন;
ভিক্ষা করে সারাদিন,
এক কড়ি এক আনা
জমে জমে বারো আনা।
মাসের পর মাস শেষে
শুনতে পায় সে করোনা এসেছে দেশে।

করোনা থেকে বাঁচতে
ছোঁয়াছুঁয়ি রুখতে,
সবাই গিয়েছে লকডাউনে
বেরুতে পারছে না কেউ
খাদ্যের প্রয়োজনে।
দিন আনি দিন খাই
দিনমজুর মানুষের,
ঘরে ঘরে বেকার
বাড়ছে হাহাকার।

এসব দেখে দেখে
নাজিমুদ্দিন নাড়া খায়।
ফিরে সে ঘরে যায়।
হাতের পরে তুলে লয়
গড়ে তোলা সঞ্চয়,
দান করে মুঠোভরে
ত্রানের ভাণ্ডারে।

নাজিমুদ্দিন, কে ভিক্ষুক?
আপনি না ওরা?

বসেবসে ভাবছি,
শুরুতে যে দেখেছি।
করোনার আগমনকালে
লকডাউনের শুরুতে
দাঁড়িয়েছে দলেবলে
লাইন দিয়ে রাজদরবারে।
প্রণোদনার হাহাকারে
মাতম উঠেছিল
বাঁচারে বাঁচারে!

#রুবা
২৩/০৪/২০২০

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ