চাঁদের অন্ধকারে

ছাইরাছ হেলাল ১০ মার্চ ২০২০, মঙ্গলবার, ১০:৩০:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

 

দুধ-গাঢ়-চাঁদ চেয়ে আছে পূবাকাশে
পবিত্র পিপাসার স্বাদে,
আছড়ে পড়া জ্যোৎস্নার খোঁজ রাখে
উত্তুরে দক্ষিণা হাওয়া ক্ষণে ক্ষণে,
দিকভ্রান্ত পাতা-ঝরা দিন-রাত্রে;

স্ফীত-শীতের শেষ রেশটুকু কুণ্ঠিত হয়ে
চলে/ফিরে যাওয়ার সুবোধ অনুমতি চাচ্ছে
সাধ-স্বপ্নগুলো দল বেঁধে লোভী লোভী ভাব নিয়ে,
আর একটু চাই বিছানা বন্দিত্ব, রাত তো অনেকটাই বাকী
অনিঃশেষ প্রগারতা নাই বা হলো ষোলআনা;

ছেঁড়া ঘুড়ি/ছিঁড়ে ফেলা ঘুড়ির সুতো খুঁজে পাওয়া কঠিন নয়
ওঁত পেতে থাকা কঠিন আধারের অন্ধকারে,
বসন্ত এ-বেলায় অর্থহীন এ কথা মানছি/বলছি না,
যদিও ভালবাসা শুধুই কুহক/ভানুমতীর খেল
জ্যোৎস্না বা অমাবস্যায়;

রাতের শেষ প্রহরে পশ্চিমাকাশে নিজেকে পুরো মেলে ধরে
এত আলো এত রঙ এত আভা, এত লেলিহান হাতছানিতে
অতিথিসৎকার হচ্ছে বুঝি! গাঢ় ঘুমের পৃথিবীতে,
আঁচলে করোনা লুকিয়ে কাকে কাকে কু-প্রস্তাব দিচ্ছ?
কে জানে! কে কোথায় শিকার হচ্ছে তছনছি স্বভাবের, কে জানে!
সুনিপুণ নিস্তব্ধতার বিবস্ত্র উত্তেজনার আঁতে! কে জানে!

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ