সূর্যাস্ত...

একদিন হঠাৎ করে চলে আসবো পশরা নিয়ে তোমার নগরে,
ঘুমন্ত শহরের ঘুম ভাঙ্গিয়ে দিতে, হাঁক দেবো “এই যে ওঠো, আমি এসেছি।”
যেভাবে সাগর অন্ধের মতো পথ তৈরী করে নিয়ে শহর-নগর পত্তন করে,
আমিও তৈরী করবো নোতুন বাজার।
যেখানে সানন্দচিত্তে ফেরিওয়ালারা বিক্রী হবে পাইকারী ক্রেতা হিসেবে---
ভোরবেলা দরোজায় কোনো শব্দ পেলে,
বুঝে নিও হাজির হয়ে গেছি আমি সেই ফেরিওয়ালাদেরই একজন;
যার কাছে অদরকারী সব আছে, কেবল বিলাসিতা নেই।

খোলা আকাশের নিচে সবুজ ঘাস, বন্যা-জলোচ্ছ্বাসহীন নদী-সমুদ্র, ধ্বংসযজ্ঞহীন বিশ্বায়ন, স্বাধীনভাবে শঙ্কাহীনচিত্তে ডানা মেলে দেয়া পাখী, উদারতাসমৃদ্ধ মানবতা, ধর্মহীন রাজনীতি ইত্যাদি অনেক কিছু চাইলেই পাওয়া যাবে।
এ বাজারে নঞর্থক কোনো জিনিস কোনোকিছুর বিনিময়েই পাবেনা কেউ---

ভয় নেই,
চিন্তা করোনা,
আমি হত্যা করে এসেছি সমস্ত দুঃখ, যন্ত্রণা, পরাজয়, কষ্ট, কান্না, ব্যথা, হাহাকার;
শুধু তোমার জন্য।
তোমাকে যেনো কিছুতেই স্পর্শ করতে না পারে ওসব;

ওদিকে দু:খ ভাইরাসের এন্টিসেপটিক ইঞ্জেকশন খুঁজছে যখন সবাই---
তখন সূর্যাস্তের কালে আমি বিনামূল্যে ফেরি করে বেড়াই এন্টিভাইরাস হাসি আর
মেটামর্ফিক আনন্দ
সেও শুধু তুমি ফেরি করতে বলেছো বলে, তাই;
তুমি জানোনা, বিনামূল্যে উদারতা তুমি-ই শিখিয়েছিলে আমাকে
তোমারই অজান্তে
যদিও তোমার ব্যাপারে আমি আজও স্বার্থপরই থেকে গেলাম।

হ্যামিল্টন, কানাডা
১৪ নভেম্বর, ২০১৭ ইং।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ