খেয়ালী মেয়ের চিঠি-৫

খেয়ালী মেয়ে ৭ জানুয়ারি ২০১৫, বুধবার, ০৯:১৩:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৪২ মন্তব্য

ড্যামিশ—
কেমন আছো তুমি?—কি খুব অবাক হচ্ছো তাই না, যে আমি জানতে চাচ্ছি, তুমি কেমন আছো?—কতদিন পর তোমায় আবার লিখতে বসলাম—মনে হচ্ছে তোমার সাথে আমার বহুকাল কোন কথা হয়নি—বহুকাল তোমার সাথে আমার ভাবনার জগতে স্বপ্নের জালবোনা হয়নি—বহুকাল তুমি আমার থেকে অনেক দূরে—তুমি আমার অনুভবে কেনো ধরা দিচ্ছো না?—আজ আমি সত্যি বুঝতে পারছি না, তুমি কেমন আছো?—মনে হচ্ছে খুব মজবুত একটা দেয়াল আমাদের মাঝে জায়গা করে নিতে চাচ্ছে—আমি চাই না কোন দেয়াল আমাদের মাঝে—তাহলে কেনো এমন মনে হচ্ছে?—তুমি কি চাও?.....

ভালোবাসা ব্যাপারটা খুব অদ্ভূত, তাই না বুদ্ধু?—হঠাৎ করে আসে, তারপর খুব তাড়াতাড়ি মনের মনিকোঠায় ভালো লাগার এক স্বর্গমহল গড়ে তোলে—তারপর সেই মহলের এপ্রান্ত থেকে ঐপ্রান্তে প্রজাপতির মতো রঙিন ডানা মেলে ছুটে বেড়ায়—আর মনের দেয়ালের সব জায়গায় রেখে আসে সেই রঙিন ডানার ছাপ—আস্তে আস্তে করে জেনে নেয় মনের গোপন যতো কথা—কিন্তু হঠাৎ করে সেই ভালোবাসাটা যদি কোনদিন গড়ে যাওয়া সেই স্বর্গমহলে আর না আসে, তখন খুব কষ্ট হয়—ব্যাথার ঝড় বয়ে যায় মনে—কেঁদে উঠে মন চিৎকার করে—তখন চাইলেও মনের দেয়ালে রেখে যাওয়া তার রঙিন ডানার ছাপ কোনভাবে মুছে ফেলা যায় না—মন খুঁজে বেড়ায় সেই ভালোবাসাকেই—যেমন আজ, আমিও আমার অনুভবে, সেই তোমাকেই খুঁজে যাচ্ছি, আমার বুদ্ধুকে.......

তুমি আমায় অনেক দূরে নিয়ে যাবে ড্যামিশ?—যেখানে দিগন্তছোঁয়া মাঠ থাকবে—একটু হাত বাড়িয়ে ছুঁয়ে নেওয়া যাবে আকাশটাকে—যেখানে সবুজ ঘাসের উপর শিশিরের টুপটাপ ঝরে পড়ার ছন্দপতন দেখা যাবে—যেখানে বসে অন্ধকার ঘুছিয়ে ভোরের আলো ফোটার দৃশ্য অবলোকন করা যাবে—যেখানে গাঙছিল ডানা মেলে উড়ে বেড়াবে কোন বাঁধা থাকবে না—যেখানে কোলাহল মুক্ত একটা মধ্যদুপুর চুপচাপ চোখে চোখ রেখে কাটিয়ে দেওয়া যাবে—যেখানে হঠাৎ করে আলতো রোদ এসে সব নীরবতা ভেঙে দিয়ে তোমায় আমায় ছুঁয়ে যাবে—যেখানে চোখবুজে একটু ঠান্ডা বাতাসের স্পর্শ নেওয়া যায় এমন মায়াবী বিকেল থাকবে, যে বাতাসে মিশে থাকবে স্বাধীনতার ঘ্রাণ, ভালোবাসার ঘ্রাণ, মাটির ঘ্রাণ—যেখানে বসে ঢেউয়ের ছন্দ শুনতে শুনতে তারাদের লুকোচুরি খেলা দেখা যাবে—যেখানে খোলা আকাশের নীচে কুয়াশা ভেজা ঘাসের উপর মাথা রেখে ভরা পূর্ণিমা কাটিয়ে দেওয়া যাবে তোমার সাথে—যেখানে তোমার আমার সব দূরত্ব মিটে যাবে—যেখানে তুমি’আমি আমরা হয়ে যাবো—নিয়ে যাবে ড্যামিশ, আমাকে সেখানে?......

ভালো থেকো ড্যামিশ—অনেক অনেক অনেক ভালো থেকো—আমার হয়ে থেকো....
(খেয়ালী মেয়ের স্বপ্নীল চিঠি)

0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ