এ আমার অন্তিম ভালোবাসার
চারণক্ষেত্র
নৈসর্গিক প্রেমে আচ্ছন্ন হয়ে অপলক
তাকিয়ে থাকি
তার যৌবনদীপ্ত তাজা প্রানের জ্বলন্ত
জৌলুশে ।
সে জৌলুশ যেন আজ
ক্ষয়ে যাওয়া কোনো বিরল পাথর
যে পাথরের সারা শরীরে শুধু
ক্ষতচিহ্ন ।
এ যেন হয়ে যাচ্ছে বর্গীদের নীরব
আবাস
এখানে তার খেলায় মাতে
রঙহীন দুরন্ত সে খেলা ।
তারা হারে না হারতে ও চায় না ।
আমি নীরবে দেখতে থাকি আমার
পরিকল্পনার ছেঁড়া পাতাগুলো
অযতনে অবহেলায়
উড়ে যাচ্ছে নিরুদ্দেশের উদ্দেশে
দুঃস্বপ্নের ভয়ার্ত চিত্কারে হিম
হয়ে আসে আপাদমস্তক
নিরাশার অন্ধকার পিচ্ছিল পথ আমার
সঙ্গী
আলোহীন প্রদীপ
হাতে খুঁজে ফিরি তাকে কবে সে আসবে তা অজানা
তবু ও স্বপ্ন দেখি তাকে ।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ