প্রকৃতির চাওয়া

স্বর্গের মেঘ পরী ২৮ এপ্রিল ২০১৪, সোমবার, ১১:০৯:৪০অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য


মেঘ দেখে
এখন ফেটে যাক নদী কূলপ্লাবী
দিকহারা বর্ষনের ঘাতে
আমি দ্বিধার অনার্য
হাতে রুয়ে যাবো
মৌসুমি শাঁস
যদি ফল হয় অর্বাচীন মুখে মুখে ।

মেঘ দেখে
ঝড়ে পড়ুক গাছের আমপ্রালি
কেঁপে উঠে বুক ভয়ের নিশানায়
রয়ে যাবে গাছের ছায়ায় ঝিম
মেরে বসে থেকে একটু শীতল স্পর্শ
খুঁজছে ক্লান্ত কাক ।

মেঘ দেখে
শান্তির পরশ খুঁজছে দিকহার
মোষগুলো ।
সবার একটাই চাওয়া
বৃষ্টি আয়.....বৃষ্টি আয়......

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ