নববর্ষ তোমাকে চাই

স্বর্গের মেঘ পরী ১৪ এপ্রিল ২০১৪, সোমবার, ০৩:০৮:৪১অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

বছর
জুড়ে অপেক্ষা আসবে কবে সেদিন
কত আকাংখা,কত অপেক্ষা,
কত আয়োজন হে নববর্ষ তোমার জন্য ।
নববর্ষ তোমাকে চাই
শিল্পীর তুলিতে,
কুমারের হাতের মৃৎশিল্পে,
কবির কণ্ঠে ঝরা কাব্যে ।
নববর্ষ তোমাকে চাই
নতুনরূপে,নতুন সাজে
কিশোরীর হাতের রঙিন চুড়ি ও
শাড়ীতে ।
নববর্ষ তোমাকে চাই
কৃষকের ঢেউ ভাঙ্গা হাসিতে
শিশুদের হাতের ছোট্ট খেলনায়
মায়ের হাঁতের নকশী কাঁথায় ।
হে নববর্ষ তুমি হয়েছো এক
মিলনমেলা
অগণিত বাঙ্গালীর হাসি-কান্না
সব দুঃখ মুছে দাও সুখের পরশ ।
তোমার জন্য
ঘরে ঘরে বইছে উৎসবের
হাওয়া,
বাঙ্গালীর হৃদয়ে আনন্দ ছোঁয়া।
সবার মনে সবার প্রানে নববর্ষের
শুভেচ্ছা ।

(বি:দ্র লেখা টা অনলাইন নিউজ বিডি রির্পোটস ২৪ এ
প্রকাশিত হয়েছে )

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ