“এক পাখি”

শুন্য শুন্যালয় ২৭ অক্টোবর ২০১৩, রবিবার, ০৭:৫০:৩০পূর্বাহ্ন কবিতা ৪০ মন্তব্য

অনেকদিন আগে সোনেলা গ্রুপের জন্য লিখেছিলাম এটা...একমাত্র অসম্ভব সুন্দর একটি মন্তব্যে অনুপ্রাণিত করেছিলো ছাইরাছ ভাইয়া...আজ সোনেলা ব্লগের বন্ধুদের জন্য দিলাম ...

 "এক পাখি"

ঘর ভর্তি কিচির মিচির শব্দে বেড়ে ওঠা ছোট্ট এক পাখি ঘরের এক কোণায় চুপটি করে বসে মনে মনে ভাবে
"একদিন সে উড়াল দেবে"...
পাথুরে ঝরনা, ঝোপঝাড় পেরুবে পিঠে ছোট্ট স্বপ্নের সেলফ নিয়ে...
গান গেয়ে শোনাবে নদীর ওপর ভেসে ওঠা মাছগুলোকে।
একটি পালক উড়িয়ে দেবে গাছের নীচে পড়ুয়া কোন বালককে।

উড়ালিয়া শিকারীর রংবেরঙের তীর ধনূকের ভালোবাসায় জড়িয়ে মনে মনে ভাবে,
একদিন সে তার সাথে উড়াল দেবে ...
স্বপ্নে ফোলা চোখ দুটো খুলতেই সে দেখে, তার দিয়ে মোড়ানো রঙ্গিন খাঁচার ঘর...
ভালোবাসার শিকারী ভালোবাসে অনেক, কত মায়া কত যতন...
তবুও পাখি কেন যে মনে মনে ভাবে "একদিন সে উড়াল দেবে"...
ঘুমিয়ে থাকা রাজকন্যা যেমন জানেনা, অদলবদল কাঠির ফাঁদে পার হয়ে গেছে কত মাস কত বছর, ছোট্ট পাখিও জানেনা কখন শিংওয়ালা মৃত্যু যাদুকর দাড়িয়ে আছে তাকেই ছুঁয়ে...

ছোট্ট শেষ নিঃশ্বাস নিতে নিতে বোকা পাখিটা মনে মনে ভাবে "একদিন সে উড়াল দেবে"....

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ