হায়রে প্রেম

খসড়া ১৭ সেপ্টেম্বর ২০১৪, বুধবার, ১১:১৮:১৭অপরাহ্ন বিবিধ ৩০ মন্তব্য

শিরার অনুকম্পন

তোমাকে নির্দিষ্ট করিয়া আঁখি,
অনিমিষের দৃষ্টিতে বদ্ধ করিয়াছি।
অনিলের স্পন্দনের প্রসন্নতায়
শিরার অনুকম্পনের নিপুণতায় তৃপ্ত।

ভেদশুন্যতা করিওনা শোভায়
সুশোভিত বপনে তুষ্টির প্রেমের আগোরি।
সুহৃদের অনুরাগে করিয়াছি
অন্তরে সংগুপ্ত সন্নিধানের অন্বেষনে।

নিবীতে তোমায় পড়িয়াছি গলেতে মালা,
নিবার্পিত হয়েছে দিপ্তী জ্বেলে আবিষ্ট নিঃসহায়।
অভিনিবিষ্টে আমি তোমাকে করিয়িছ আপন,
ভালভাবে জালিয়েছি হৃদয়ে
তোমারই যৌবনের প্রদীপন।

কুন্ঠাহীন ব্যাকুলতায়
নৃপতিকে করিওনা ক্ষরণ,
পরাক্রমে বিচেতনের স্ফলন ঘটিবে জনম।
মথিতে তুমি করিওনা বিমর্দন
এমনিতে আমি আছি তোমারই,
ভূষণ হবেনা ভেদ সৃষ্টিতে বিয়োজন।

রাখিয়াছি তোমায় ভাস্বর শিখায়
প্রসন্ন চিত্তের প্রীতিতে,
আভাময় পরিতৃপ্ত ভূষণ প্রিয়তার বিশ্বাসে।
অনুভূতির গাঢ়তা অন্তরের
গৃঢ় ভাব গ্রহনে থাকিবে,
শত ভাস্কর রচে বুদ্ধের শত জনমের রুপ।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ