হাজারটা বাহানায়

এস.জেড বাবু ২৮ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৭:৫৩:২২পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

তোর কাজল লেপ্টে দিব,
আচমকা মুছে দিব, ঠোটের খানিকটা রং ।
ঘামের লবনাক্ততা তোর আঁচলে লাগিয়ে,
খোঁপার বাঁধন খুলে দিয়ে,
দেখবো- এলো চুলে তোর ঢং ।

তোকে হটাৎ জড়িয়ে ধরব
দেখবো; কতটা কাঁপে ঐ বুক ।
অযথা রাগিয়ে দেয়ার বাহানায়,
আমি, চিরকাল উন্মুখ ।

তোর লবনের জারে যত্ন করে
রেখে দিব খানিক চিনি,
ক্যান্ডেল লাইট ডিনারে যাব
তোকে সাজিয়ে নিস একটুখানি ।
প্লিজ- প্লিজ- প্লিজ ॥

প্রতিবার প্রতি ক্ষনে এমন
অবনত চোখে তুই সামনে যখন,
যেন প্রথম দেখায় তোর মাঝে
হারিয়েছি হৃদয়-খানী !
দু-হাত তুলে হাঁটু গেড়ে,
যেন সবাই শুনে ততটা জোড়ে,
বলব তোকে চিৎকার করে
"সখি" হবে কি গো সঙ্গিনী !!

-০-

প্রথম প্রকাশ- প্রেমারণ্য (যৌথ কাব্যগ্রন্থ)
ছবি- সংগ্রহিত

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ