শিশিরের শব্দে ঘুম ভেঙ্গে যায়,
না, ছিল না সেথায় শব্দসুখ অকথ্যতার অশ্রাব্যতায় ;
সহসা জেগে ওঠে সবুজ পাতারা সুদীর্ঘ নীরব নীরবতার আড়াল ঠেলে
নিঃশব্দ নিস্তব্ধতার গভীর রাতে ব্যাপ্তির শেষ প্রহরে;
নাহ, কেউ নেই জেগে, হুতুম পেঁচার জ্বলজ্বলে চোখ! সেও নিভেছে সেই কখন!
নাম নাজানা পাখি তাও ডেকে ওঠে না, ডেকে যায় ডাহুক ক্ষণে ক্ষণে, ক্বচিৎ;
পাতারা জেগে আছে স্বপ্নসূর্য গায়ে মাখবে বলে,
যান্ত্রিকতার ভীরে, স্বেদ-মুক্তা হাসি-কান্নার কোলাহলে
নিরাল আড়ালে,

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ