স্বপ্ন চূর্ণ

সৈকত দে ২০ জানুয়ারি ২০২০, সোমবার, ১১:৪৪:০৬পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

জীবনের সর্বোচ্চ সঞ্চয়টুকু নিয়ে

দাড়িয়ে ছিলাম রাস্তায়,

দেখতে অপূর্ব লেগেছিল

আর মিলেছিল খুবই সস্তায়।

ব্যস্ত শহরের যান্ত্রিক জীবনে,

একটু প্রশান্তির আশায়,

নদীর তীরে গড়লাম বসতি

জমিদার হওয়ার নেশায়।

সে আশা আর হলো না শালীন ,

নদী গর্ভে  সব হয়েছে বিলীন।

নদী ভাঙ্গন আজ আমায় করেছে যাযাবর,

আবার ফিরে এলাম চেনা শহরে হয়ে নিশাচর।

সব হারিয়ে আজ নিঃস্ব আমি,

কিছুই নেই মোর কাছে যা ছিল দামী৷

প্রকান্ড শীতের রাতে বিনা করিতে,

ঠাই হলো না কারো বাড়িতে।

রাত পার করছি বহু কষ্টে,

রাস্তার ধারের ঐ ফুটপাতে।

 

 

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ