স্বপ্নঘুমের রাজপুরুষ

ছাইরাছ হেলাল ৪ নভেম্বর ২০১৬, শুক্রবার, ০৭:২০:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

নিরাল কাচঘুম ভেঙ্গে যায়
স্বপ্ন দেখতে দেখতে,
রাজপুরুষের অগাধ আতিথ্যে
আহা, সে এক মধুস্বপ্ন গেল ভেঙ্গে;

কাচের চুড়ির রিনিঝিনি শব্দ
চূর্ণী মালার নাচন বা চূর্ণ-বিচূর্নতার,
নৈঃশব্দতার নৈঃসঙ্গে ডুবে থাকা
দিঘী-পুকুর আর গাঁ-গুলো
সে এক চমৎকার রাত্রি ছিল।

বৃষ্টি ঝরছে উপুড়ঝুপুর
তবুও বাজছে রিনিঝিনি শব্দনূপুর,
এক চিলতে নীলের ঐ আকাশে
চনমনে রাজপুরুষ, আবারও এসো
স্বপ্নে নয় বাস্তবতার ছায়া ফেলে।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ