সে এখন নির্জনতায়

ছাইরাছ হেলাল ২৮ নভেম্বর ২০১৮, বুধবার, ০৯:৪৬:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

ছিমছাম শুয়ে-বসে নখ খুঁটতে খুঁটতে
পুরোটাই ছিঁড়ে-খুঁড়ে ফেলেছি,
খুঁড়ে ফেলা রক্তহৃদয় উল্টে-পাল্টে খুঁজেছি;
কৈ!! সোনার পাথর-বাটির তো দেখা পাইনি,
হৃদের প্রতিটি পরতে পরতে এই মাত্র ফেলে যাওয়া
মায়া-ছায়ার-ছাপ দেখতে পাচ্ছি,
কটু-গন্ধ নয়, মিহি-মসৃণ-সুগন্ধ টের পাচ্ছি।

নিরবধি হৃদয় খুঁজে-খুঁড়ে প্রতি জাগরণে স্বপ্ন-ঘ্রাণে
শুধু সে নেই এ হৃদে, ছিল সে এখানেই অনেকটা জুড়ে;

বিস্মৃত হৃদয় ভুলে গেছে হৃদ-কান্না
অবাক করা নির্জন নির্জনতায়।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ