সেদিনের সেইসব স্মৃতি//

বন্যা লিপি ২৮ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, ১২:৫২:০১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

আচমকা মাঝরাত্রিতে, বিকট আওয়াজের তীব্রতায় হৃদস্পন্দনের বাড়তি ধরাশ ধরাশ করা ঘুম ভাঙা চোখের আতঙ্কিত ছোট্ট কিশোরী মনের প্রশ্ন.... "কি হলো? "পরক্ষনেই মনে পড়ে... আজ তো ২৬শে মার্চ!!  স্বাধীনতা দিবস। ২১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের স্মরন করা। বাকিরাতটুকু  আবাবরো হয়তো কোনো এলোমেলো স্বপ্ন দেখে ভোরের অপেক্ষা। সেই সকালেও উচ্চমাত্রার ড্রামের আওয়াজে একছুটে বিছানা ছেড়ে সদর গেটের সামনে। শহরের সব স্কুল  থেকে সারিবদ্ধ লাইন ছাত্র/ছাত্রীদের লাইন যাচ্ছে  একমাত্র স্টেডিয়ামের পথে। কুজকাওয়াজ হবে,হবে ডিসপ্লে, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য কাল্পনিক দৃশ্যের চিত্রায়ন করবে ছোট ছোট স্কুলের শিক্ষার্থীরা। হঠাৎ চাঞ্চল্যতায় পেয়ে বসে কিশোরী মনটা।আমিওতো যাবো ওই মাঠে!!  বন্ধুরা সব কই? তড়িঘড়ি তৈরী হওয়া। সব জড়ো হওয়া স্টেডিয়াম মাঠে। মাথার ওপরে তীব্র রোদের অহংকারী দাপটের তোয়াক্কা নেই।

শুরু থেকে শেষ পর্যন্ত থাকা চাইই সেখানে। আমার স্কুল(উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়, বিদ্যালয়ের নাম রেখেছিলেন স্বয়ং রবীন্দ্রণাথ ঠাকুর) থেকে শুরু করে, সব স্কুলের শিক্ষার্থীবৃন্দ যেমন আছে, তেমন আছে প্রশাসনিক সর্বস্তরের প্যারেড।আমার স্কুলের ছেলেদের কাছে তখন প্রথম এলো ড্রাম বাদ্য। পরবর্তিতে  প্রতিটি বিদ্যালয়ের প্রধান অনুষঙ্গ হয়ে উঠলো ব্যান্ডের তালে তালে শরীর চর্চীয় কসরৎ প্রদর্শন।

সন্ধ্যায় সরকারী পৃষ্ঠপোষকতায় সাংস্কৃতিক আয়োজন।যার তত্বাবধানে সবসময় আমার আব্বা মোঃ শামসুল ইসলাম চাঁদ।কিছু সময়ের ব্যাবধানে, সে আয়োজনের আংশিক অংশিদারে অংশগ্রহন করা হতো আমার নিজেরো। বিকেলে হতো মহিলা সংস্থার আয়োজনে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান। সেখানেও আম্মা,চাচি'দের অংশগ্রহন হেতু আমারো উপস্থিতী'র হাজিরা।কত কত সময় পার হয়ে গ্যাছে। কালের কড়ালে স্টেডিয়াম বেহাত হয়ে গিয়েছিলো ক্ষমতাধর স্বার্থান্বেষী  মহলের কালো থাবায়। বর্তমান জেলাপ্রশাসকের হস্তক্ষেপে ফিরে পেয়েছে হৃত হারানো মহিমা পুরোনো ঐতিহ্যের স্টেডিয়াম। বহুবছর পরে এবার আবার অনুষ্ঠিত হলো আবারো সেই পুরোনো দিনের কুজকাওয়াজ, মার্চপাস্ট,স্কুল পড়ুয়া শিক্ষার্থী 'দের ডিসপ্লে।

আমার এক বন্ধু আছে উদয় শঙ্কর!  আমার ইনবক্সে ছবি গুলো পাঠিয়ে ছোট্ট একটা মেসেজে লিখলো "" আমাদের সেই সব দিনের স্মৃতী" আমি উত্তরে শুধু লিখেছিলাম, আহা,সেই যে মোদের নানা রঙের দিন গুলি........!!! এখন ভাবি..... তখন কি সত্যি স্বাধীনতার মানে বুঝতাম? নাকি আজো বুঝতে পারি স্বাধীনতার  মানে??  "তোমার জন্য, হে স্বাধীনতা, আর কত বইবে রক্তগঙ্গা?????

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ