সেকেলে

এস.জেড বাবু ২৪ নভেম্বর ২০১৯, রবিবার, ০৮:২৭:৪৪অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

তুমি শিরোনাম দেখে দেখেই-
তাৎপর্য খুঁজ গল্পের ,
আর আমি !
পৃষ্ঠা উল্টিয়ে পাল্টিয়ে,
যথার্থতা মেলাই নামের ।

তুমি ততটা জেনেই খুশি-
যতটা মলাটে আঁকা ,
আর আমি !
নিরন্তর খুঁজে হয়রান-
যে কথা, পৃষ্ঠার গহীনে রাখা ।

তুমি তো মূল্য দেখেই আজও-
পছন্দ করো ড্রেস ,
আর আমি !
পোষাক পছন্দ হলেই,
দাম দেখি শেষমেশ ।

তোমার রুচির পরিচয় মেলে-
পণ্যের রংচটা মোড়ক হলে ,
আর আমি !
স্বাধটা নিয়ে ভাবি-
আমি যে, খানিকটা সেকেলে ॥

তুমিতো তাঁরার রাজ্যের রানী
তোমার স্বপ্নের উপন্যাসে ,
আর আমি !
আমিতো শূন্যতায় ঘুড়ি উড়াই
জমানো বুকভরা নি:শ্বাসে ।

তোমায় বস্তা ভরেই দিলাম-
আমার আস্ত প্রেমের গল্প ,
আর তুমি !
একটুখানি সময় পেলে-
চেটে দেখো অল্প স্বল্প ॥

-০-
০৪/০৯/২০১৯

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ