সাদাসিধে

ভোরের শিশির ৩১ অক্টোবর ২০১৫, শনিবার, ০৫:৫৯:২৩পূর্বাহ্ন কবিতা ৪৩ মন্তব্য

আমি কবি বা সে’রকম কোন পদবী নিতে আসিনি

আমি আসিনি জনপ্রিয়তার ভাঁজে নিজেকে মিশিয়ে দিতে,

আমি বহুল চর্চিত 'প্রচারে প্রসার' বাণী অনুসরণ করে

নিজেকে পণ্য করতে পারিনি

আমি করিনি বা পারিনি এমন আরো অনেক কিছুই...

 

আমি তোমাদের মাঝে এসেছি ধ্যানের খোঁজে; জ্ঞানের খোঁজে।

গাঙচিলের মত ধ্যান মগ্ন হয়ে শব্দ শিকারে ব্যস্ত,

বাড়তি পাওনা হয়ে উঠলো তোমাদের হতে পাওয়া

ছন্দ, তাল, মাত্রা আর প্রয়োগ জ্ঞান...

 

আমাকে অহংকারী ভেবে ভুল বুঝোনা।

আমি আদতে এমনই গোবেচারা আর নির্বোধ যে;

নীরব অপমানের অবহেলায় ছেড়ে যাওয়ার

ধন্যবাদ জানানোর কায়দাটুকু পর্যন্ত

এখনো আয়ত্ত্বে আনতে পারিনি...

 

শব্দে শাণিত ছুরির দাঁত বা প্রতিবাদ,

জানাতে পারিনি তোমাদের মতো।

পারিনি সেভাবে ভালোবাসার জয় গান গেয়ে যেতে;

আমি আমার আর আমাদের বলা কথাকে

লিখে যেতে পারি মাত্র...

 

এমনই আরো অনেক কিছুর সাথে আমি;

এমনই আরো অনেক কিছুর মাঝেই আমি,

তবুও খুঁজতে যেয়োনা আমাকে,

আমার সবই যে শুভঙ্করের ফাঁকি...

 

আমি সাধারণ একজন হয়ে

আমাদের কথা বলতে এসেছি...

0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ