মাদকতা => মাদক ও তা

ভোরের শিশির ২১ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ০৯:২৫:৫৪অপরাহ্ন কবিতা ৩৬ মন্তব্য

শুরুটা ছিলো কৌমার্যের বিনিময়ে
এক পুটলি তামাকের খোঁজে,
কৌমার্য বেচে বারেবারে
তামাক নিলো নিঃশ্বাসে।

একদিন হঠাৎ চুরি হলো
ঘরের জিনিষ চোরে নিলো,
তরল কিছু সুঁই ছুঁয়ে
রক্তে নিয়ে তামাক ছাড়লো।

সুঁইয়ের ফোঁটাও ছাড়তে হলো
ফুঁটো ফাটা জুড়ে গেলো,
তরল আগুন লাগবে বলে
কৌমার্যের ব্যাপারি হলো।

দিনে রাতে ঘর ছেড়েছে
তামাক হতে তরল আগুনে,
কৌমার্যের বিকিকিনিতে
চৌদ্দ শিখেও রাত দেখেছে।

সব গিয়েছে ভাবের জালে
শরীর ভেঙ্গেছে, মন?
নিরেট দেয়ালে মাথা ঠুকে মনের খেয়ালে।

সবই খুঁইয়েছে উন্মাদনাতে
শোধন সাধন পিছ ছেড়েছে,
খোলা মাঠে চাকার আসনে
ভাবলেশহীন জীবন শেষে।

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ