ফিরে এসো

ভোরের শিশির ৩ জানুয়ারি ২০১৬, রবিবার, ০৬:০২:৩৪পূর্বাহ্ন কবিতা ৩৬ মন্তব্য

হাতে লাল গোলাপের তোড়া।
এক দৌড়ে ছুটেছিল রাস্তায়,
নীল পদ্মের সাজে পাঞ্জাবি
পকেটে আছে শেষ চিরকুট;
কিছুক্ষণ আগেই দিয়েছিল তাকে,
মন মানে ‘নি; তাই ছুটেছিল
কালো পিচে ঢাকা রাস্তায়
উদ্‌ভ্রান্ত ও উন্মাদনার খেয়ালে,
আবেগে ভেজা চোখ দেখেছিল
ও ‘পাড়ে লাল শাড়ীর দুলুনি
মৃদু অথচ শক্ত পায়ে চলায়,
নীল পদ্মে রাঙা পাঞ্জাবী
লাল হয়ে পিচ হয়েছে লাল-
যান্ত্রিক দানবের কর্কশ ধাক্কায়।
শুধু বাতাস শুনেছিল শেষ চিৎকারঃ
"ফিরে এসো"
লাল শাড়ীটি কাল জাম রঙে ভেসেছিলো হাহাকারেঃ
"ফিরে এসো"...

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ