সময়ের অশ্বারোহী

ছাইরাছ হেলাল ১৪ নভেম্বর ২০২০, শনিবার, ১০:১৮:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

সময় এসেছে দুর্দান্ত অশ্বারোহীর বেশে,
চলেও যাচ্ছে/যাবে অমোঘ নিয়মে,
ফাঁকিঝুঁকি গোলমেলে ভালোবাসা বিলিয়ে
স্বর্গ নরকের রোড ম্যাপের হাতছানি অদৃশ্যে দৃশ্যমান
ভবিতব্য সবই জেনে বসে আছে সবার অজান্তে

অলিখিত সময়ের বন্ধ জানালা/দরজায় দাঁড়িয়ে
সূর্য তাপে মলিন-মুখ হলেও ফিরে না আসা
সারা শতাব্দীর আনন্দ/আর্তনাদ ভেসে যেতে দেখি

ধূলি আর মৃত্তিকাকে সাথে নিয়ে
ভোরের ভাঁজে রাখা আজানে-ধ্বনির ছোঁয়ায়
প্রাণ-পথের অন্তহীন অনন্ত-দীপ জ্বালি;

নিরিবিলিতে গুনতে এসে দেখি, খসড়াতে রাখা
জীবন, যত-সব পুনর্লেখ করা পাণ্ডুলিপি অ-শনাক্তের
সুখ-দুঃখের মত ট্রাসে গিয়েই আছড়ে পড়ে আছে।

ছবি নেটের।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ