গিয়েছিলাম সেবারে সমুদ্রের আনন্দ বিহারে
ঝিনুক সমুদ্রে, অমৃতের লোভে;
উচ্ছল উত্তাল ঢেউয়ে গড়াগড়ির; মগ্ন আনন্দে;
মন্থন আনন্দের চৈতন্য অ চৈতন্যের মাঝে।

ডুবুরির বেশে, কুড়বো মুঠো মুঠো রক্ত প্রবাল আর স্বেদ-মুক্তো
হাতছানিতে ছিলাম মুক্তো/প্রবালের।

বিঘ্ন আনন্দে শুনতে পেলাম এইইইইইইইইইইইই,
কী কর?
আজব! কে আবার কাকে ডাকে এই ঘন-আনন্দে ছেদ ফেলে?
তিরিক্ষি মেজাজে, কে কে ওখানে!,
মিউ মিউ মিনি মিনি কণ্ঠে, এই যে এই এখানে আমি ‘লেখা’!
নিকুচি করি, বন চটকান সহ দেব টেনে এমন চড়,
টেঁসে যাবে জনম তরে, বকে দিলাম আচ্ছা করে।

মুখ চুন করে, টুন টুন করে ঘুরে-ফেরে ঘুর-ঘুর করে
কিন্তু দূরে চলে যায় না আমায় ছেড়ে,
তড়িঘড়ি করে শেষ হয় বিহার-সমুদ্র!
নীলকান্ত মনি আর পদ্মরাগ হেলায় পড়ে রয়।

খুঁজলাম লেখাকে, কোথাও কেউ নেই,
পড়ে থাকা চিরকুট তুলে নিলাম, আনন্দ উদ্দামে!
চিরকুটে আঁকা রয়েছে জ্বলজ্বলে কয়েকটি ‘হা হা’ এর ইমো!!

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ