সমাজের ঘুণপোকা

সুপর্ণা ফাল্গুনী ২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১২:০৪:২৯পূর্বাহ্ন কবিতা ২৯ মন্তব্য

 

শয়তানের উপস্থিতি অহর্নিশি,
আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছে।
মুক্তি মেলে‌না সহজে,
মৃত্যুক্ষুধা চারপাশে ভেসে বেড়ায় শিমুল তুলার পেখমে।
ক্ষুধার্ত শিয়াল খুঁজছে অন্ন-
খুন হওয়া মানবতার নারীভুড়িতে।
কোথায় মানবতা, কোথায় কথার চর্বিত-চর্বণ!
অপব্যয়িত সমাজ বেশ্যালয়ে  মুখ থুবড়ে পড়ে;
অন্ধকার গলিতে মাথা ঠুকে-
আর্তনাদের নিরাকার অবয়বগুলো।

সমাজপতিরা চুষে/খুঁচিয়ে চৌর্য করে সহোদরদের হককে,
পরিচয়হীনতায় নর্দমার কীট বনে দেবশিশু;
নানান মোড়কে, সুগন্ধে সজ্জিত বিশ্বাস বেসাতি করছে-
মনের দ্বারে দ্বারে কড়া নেড়ে।
ললাটের অদৃশ্য মানচিত্র-
ছিন্নভিন্ন হয় ব্যর্থতার জৌলুসে।
বেনোজলে ভেসে যায় যৌবনের উন্মাদনা;
রাষ্ট্রের গ্রীবায় ঝুলছে অনাহারীদের ফাঁসির রজ্জু।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ