সমর্পিত বয়ান//

বন্যা লিপি ১২ মার্চ ২০১৯, মঙ্গলবার, ১২:৫৮:৩৮পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

অনির্বাচনীয় সুখগুলো এখন পোড়ায়। পোড়ায় বড় নিমিত্ত অজুহাতের কলেবরে। পুঞ্জিভূত মেঘরাশি'র ওপার থেকে নেমে আসে রাশি রাশি জলকনা। আটকে যায় চিরাচরিত চোখের চৌকাঠে।আটকে যায় বাতাসের আসাযাওয়া বুকের ভেতর।

বিশ্বাসের এক্কা দোক্কায় হৃত হারানো মঞ্জিল,, কেবলই আলেয়ার পথে মৌণতা খুঁজে আজ শ্রান্ত,ক্লান্ত।

গোধূলী নিয়ে আসে আচমকা কোকিলের মিষ্টত্ব, উচাটনী বিষাদ মাখা দখিনা হাওয়া ছড়িয়ে ছিটিয়ে লোপাট করে ইবাদাতের ধ্যান গম্যি।

প্রার্থনায় অবিরত শাণিত সৌম্য কান্তি ধারাপাতের রোজনামচা।

অস্তিত্বে বহমান নিয়তঃ কৃতজ্ঞতার শ্লোক্। মোক্তার ব্যরিষ্টারের সনদনামায় নির্ভাবনায় বৈতরনী পাড়ে'র আশায় বাড়ে, আয়ুস্কালের প্রজ্ঞা।

আমার সকল জরা,দুঃখ,ক্লেশ,পাওয়া না পাওয়া *তোমার*অনুদিত শ্রেষ্ঠত্ব জাহির।

-----"আমি অপার হয়ে বসে আছি... ওহে দয়াময়....... পাড়ে লয়ে যাও আমারে "..........

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ