সকালের হাঁটাপথে

ছাইরাছ হেলাল ২ আগস্ট ২০১৬, মঙ্গলবার, ০৯:০১:৩৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

সকালের হাঁটাপথে পড়ে আছে সংখ্যাধিক আধ-খাওয়া সব-খাওয়া অল্প-খাওয়া না-খাওয়া আধপোড়া-পোড়া সিগারেটের টুকরো,
পা পিষে চ্যাপ্টা হওয়া ক্ষত অক্ষত নানান রংয়ের নানা আকৃতির ফিল্টারের সমারোহ, সুশ্রী বা সদ্য ফেলে যাওয়া, পচে যাওয়া,
আধ-পচা আধখেঁচড়া হয়ে যাওয়া শ্যাওলা ধরা ফিল্টার যত্রতত্র,

কে ফুঁকেছিল, কে চুষেছিল? কোন সে মুখ? কোন পাণ্ডুর রুগী, সান্নিপাতিক বা কালাজ্বরে আক্রান্ত কেউ?
ভরপেট বা ক্ষুধার্তের কোন মুখ? খকখকে এজমালি কাশির কোন টাকলা বুড়ো?
পয়মন্ত কোন অকবি বা স্বঘোষিত কোন প্রেমিক? মন্থন উন্মুখ কোন মাতাল উল্লুক? ন্যাংটা হনুমান?
বিকট বাঁদর? জবরদস্ত জ্ঞানী, অধুনা যার ঠোঁট জুড়ে অহরহ খিস্তি- খেউরের মনোরম ঝিলিক?

হে বিড়িকুল, পারলে যাওতো ফিরে যার যার পকেটে যেথায় ছিলে তুমি সযত্নে স্ব-মহিমায়
দশ মাস দশ দিন!

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ