সকালের গল্প

এস.জেড বাবু ১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৭:৪১:১১অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

এই শোন !
ফোনটা রেখো না যেন ;
একটা সকালের গল্প বলি ;
খুশি হবে শুনে ;
তুমি বিহনে-
কি করে কেটে যায় দিনগুলি ।

তুমি নেই তাই দুষ্টু বাতাস ;
উড়ায় জানালার আঁচল
কড়কড় শব্দে তোমার সুরে ডাকে
ঝং ধরা কব্জাটা........বিকল ।

টিনের চালায় পায়রাগুলির
ডানা ঝাপটানোর শব্দে ,
আছড়ে পড়ে আয়েশী কিরণ
একেলা বিছানাতে ।
গ্রীলের ফাঁকে, সোজা সরু পথে
কাতুকুতু দেয় পাপড়িতে ,
ঘোর লাগা ভোরে, ভিষন মজার
স্বপ্নটা ভেঙ্গে দিতে ।

এ যেন তুমি - তিথী !
তোমারি শিক্ষায় আমার নিত্য প্রকৃতি,
বদলেছি আমি ;
যেমনটা তুমি,
শুধু, বদলায়নি জীবনের গতি ।

আড়মোড়া ভাঙ্গে-
অর্ধেকটা চায়ের, প্রচন্ড তৃষ্ণায় ;
তোমার উপস্থিতি আর অনুভবে
আমার চারি-পাশটায় ।

পা’ দুটু ঝুলিয়ে, চাদরটা সরিয়ে
তে’পায়ায় দু চোখ মেলি,
রাতের আধা জল, ভয়ার্ত শীতল
তৃষ্ণার্ত গলায় ঢালি ।

যেন তোমাকেই তিথী, শিশিরের কানে
ফিসফিস করে বলি ,
দিয়ে যা না ঝেড়ে, আধো বোজা চোখে
ভেজা দুটি অঞ্জলি ।

কোথায় গেলে !
একলা সকালে,
এতো দুরে যায়কি কেউ ?
একা একাকী, একলা পাখি
ভাঙ্গে তবু - স্বপ্নের ঢেউ ।

এমনি আমার, খুলেছে আখি
ফুরালো ভেজা ভোর ,
ওদিকে !
তোমার ঠোটে ছুঁয়েছে কি শিশির ?
ললাটে রোদ্দুর !!?

-০-

 

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ