সকাতর প্রতীক্ষা

ছাইরাছ হেলাল ২০ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১১:৪০:৪৪পূর্বাহ্ন গল্প ২০ মন্তব্য

উদ্ভ্রান্ত ঝড়ের বেশে গর্জন-সমুদ্র ফুলে-ফেঁপে ঝাঁপিয়ে পড়ে ক্যালিপ্সো-সম্ভোগ-উন্মত্ততায়,
অনুকুল-বাতাস-প্ররোচনায়; ক্রমাগত। বালিয়াড়ি-বাঁধ ক্ষত-বিক্ষত হয়, ভেঙ্গে-চুরে একাকার হয়;
টিকে থাকে মাটি কামড়ে, দীর্ঘ-বিলম্বিত-নিঃশ্বাসে।

বিফল-সমুদ্র ফিরে যায় দূর-বহুদূরে, রাগে দুঃখে; রেখে যায় অমলিন স্মৃতি-চিহ্ন, লোনা-স্বাদে;
ঝড়ো-বৃষ্টি নিয়ে আবার ফিরে আসে, ফিরে ফিরে আসে, জ্যোৎস্না জ্বেলে, ঘুটঘুটে আধারে,
নীরব-নিভৃতে; ফিরে-ও যায় পুরনো নিয়ম মেনে, নিয়ে যায় একরাশ স্মৃতি-উজ্জ্বল-বালুকা-বেলা।

কাতর-প্রতীক্ষার সাদা-সুখ, ছিঁড়েখুঁড়ে যাওয়া দগদগে-দিগম্বর-হৃদয় লুকিয়ে,
চোখ-ওপড়ানো ব্যথা নিয়ে বালিয়াড়ি ভাবে, সে-ও একদিন সমুদ্র হবে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ