শেষ বেলা

আলমগীর সরকার লিটন ১ আগস্ট ২০২২, সোমবার, ১১:১৫:১৬পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

হাসির দাঁতে- চাঁদ ঢেকেছে ঠোঁট;
মাটির পরশ আর কতখানি দোসর
সবই মাথার মুকুট ঝলসে উঠে-
নদীর পার কিংবা নদের বালুচর
হাসির কান্না এক অদ্ভুত গোধূলি বেলা
সন্ধ্যা যেনো আনন্দ মুখর ভোরের প্রত্যাশা
অথচ চোখ নুনের খনি সম্পদ;
নীরবে দীর্ঘশ্বাস গোপনে হেঁটে চলা-
কতদূর প্রণয়ের দোসর, সোনালি দেহের
খেলা, সংসার শ্রাবণ প্রাসঙ্গিক শেষ বেলা।
১৭ শ্রাবণ ১৪২৯, ০১ আগস্ট ’২২

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ