শেষের ঠিকানা

ছাইরাছ হেলাল ৯ এপ্রিল ২০১৭, রবিবার, ০৬:৪০:০১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

হাউই হয়ে উড়বে বলে, হাউই ওড়াবে বলে
দিগ্বিজয়ই দিগ্বজ দিগম্বরের বেশে ভুঁড়ি বাগিয়ে হাউই হয়ে
তেড়েফুঁড়ে উড়ে যাবে ঐ নীলাকাশে!
সে কী এক আহ্লাদি আয়োজন!

বেহিসাবি উদয়-অস্ত, নিদহীন দিবারাত্রি,
তুড়ি মেরে ক্ষুৎ-পিপাসা সে এক এলাহী দক্ষ-যজ্ঞ;
কোথায় সলতে, কতটুকু ভিতরে, কতটুকুই বা ঝুলবে বাহিরে
হিসেবি বারুদ কখন কোথায় কতক্ষণ পুড়বে!
অপেক্ষা, এই তো শেষের শেষ হলো বলে,

অথচ কেউ জানেনা শেষ ঠিকানা, হাউই'র;
পৌঁছুবে তো লক্ষ্যে? নাকি গোত্তা খেয়ে শুরুর
মুখেই শেষে পৌঁছুবে!

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ