শুধুই আবোল-তাবোল

ছাইরাছ হেলাল ৮ অক্টোবর ২০১৪, বুধবার, ০৯:২৭:১২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৪ মন্তব্য

হারিয়েছে লেখাটি! হারিয়েই বুঝছি তা। শক্তিময় সৌন্দর্যের প্রাচুর্য নেই মোটেই, থাকেনি যেমন আগেও।
আছে , একটু বেশি বেশি গভীর মায়া-মমতা মাখা ভালোবাসা। দিনে দিনে অনেক কটি দিন ধরে তিলে তিলে
বড় করে তুলেছিলাম যত্নে যত্নে। অপর্যাপ্ত কলেবরে নিছক কয়েকটি লাইনের ব্যাপ্তিতে। সারাদিনমানে লিখেছি মাত্র
তিনটি বা দু’টি শব্দ।যদিও যতক্ষণ খোলা চোখ ততক্ষণ চোখে চোখে রেখেছি ,রেখেছি চোখে চোখ লেখাটির। চোখ বড় করে
দেখেছি ,দেখেছি সরু চোখেও। মন ক্ষণে দেখেছি গোল গোল চোখে।যক্ষের ধনের মতই আগলে রেখেও হারালাম।
হারিয়েছি যেমন আগেও। না হারানোর শিক্ষা শেখা হল না এ জীবনে।বাকী রইল শুধু চিরতরে নিজেকে হারানো।
নয় নয় করে হলেও দু’টো ক্লাউড সহ ইন্টারনাল এক্সটারনাল মিলিয়ে পাঁচ জায়গায় থাকার কথা। কিন্তু হায় !
কোথাও কেউ নেই , ছিল না যেন কোন কালেই। সব সার্চ+ রিকভারি ইঞ্জিন নিশ্চুপ নিরুত্তর।

পাঁজরের একটি হাড়ে সামান্য চোট বা চিড় ধরার শব্দ শুনে ফেলি, চিৎকার করি যন্ত্রণার যন্ত্রণায়। সব
হারানোর নৈঃশব্দের শব্দ পৌঁছে যায় না সব জায়গায়। শুধু পৌছায় ক্ষরণের তাজা উত্তাপ সারা হৃদয় জুড়ে।
ফিরে যাব কাঠ-কয়লায়। ঘরের দেয়ালকে হৃদয়ের স্লেট ভেবে লিখে যাব আবোল-তাবোলের সব লেখা।

------------------------------------------------------------------------------------------------

এই প্রথম অভ্র প্যাডে লিখলাম।

0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ