শীত শীতে

ছাইরাছ হেলাল ১২ ডিসেম্বর ২০১৬, সোমবার, ০৭:২৮:১৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

এই যে কনকনে উত্তুরে শীত, দাঁত ঠক ঠক,
না এলেও মন্দ কিছু হতো না,
পোশাকের জঙ্গলে হাঁসফাঁস, মুণ্ডুটাও বাদ যায় না,
টুপি মুড়িয়ে কাম-কাইজ! উহ্‌ অসহ্য যন্ত্রণা!
কুঁকড়ে যাওয়া বস্তা জীবন, ঠোঁট-ফাটা পা-ফাটা,
একাকীর লেপোন্মত্ততা বিষবৎ, নিরামিষ হটওয়াটার ব্যাগটা!

মন্দ নয়,
পিঠে পুলি পায়েস, নবান্নের উৎসব,
কাঁচা খেজুরের রসঘ্রাণ,
সারাক্ষণ শীতের উসখুস, উড়াধুড়া শরীরে তৈলমর্দন
ফেল কড়ি মাখ তেল অনেকক্ষণ!
মন্দ লাগে না,
পিঠে মিঠেকড়া রোদ ফেলে জলচৌকিতে বসে
সাবধানে লুঙ্গি গুটিয়ে, পেলব কোমল মিষ্টি হাতের তেলউষ্ণছোঁয়া;

মোটেই মন্দ নয়,
শিশিরে জড়ানো শিউলি ভোর,
মিষ্টিগন্ধ ছড়িয়ে কাঁচা রসের
পাকনা গাছির হাড়ি দুলিয়ে দ্রুত চলে যাওয়া,
রোদোষ্ণ গরমগোছল শেষে খানিক রোদখেলা,

গরম কাল বড্ড বিশ্রী! ম্যালা হ্যাপা!!

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ