শীত এসেছে!

বোরহানুল ইসলাম লিটন ১২ জানুয়ারি ২০২২, বুধবার, ০৮:০৩:১১পূর্বাহ্ন ছড়া ১১ মন্তব্য

শীত এসেছে শস্য নিয়ে
দেখবি যদি আয় রে আয়!
ঘুরছে মধুপ ফুল থেকে ফুল
দল বেঁধে আজ হিমেল বায়।

ধোঁয়ার মতোন হিম কুহেলী
করছে পরখ সবুজ ক্ষেত,
গম কলাইয়ের বক্ষে বসে
কাকতাড়ুয়া সাজছে প্রেত।

ছাগ গরু মোষ ভুলছে বাড়ি
পেয়েই পথে সবুজ ঘাস,
খাল থেকে তা হাসছে দেখে
হরেক তালে পাতিহাঁস।

খেজুর গাছের গল দিতে চাঁছ
গাছালি ভাই গাইছে গান,
হার না মেনে সবজি ক্ষেতে
কলার টোপর চষছে প্রাণ।

সূর্য হেসে মেঘের কোলে
আরবারে তার ডলছে চোখ,
কাঁপন দিয়ে পাত বুঝি তাই
গাছের ডালে করছে শোক।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ