শিরোনাম : অগোছালো কথোকপোন পর্ব -১ (উৎসর্গ- অলিভার)

কৃষ্ণমানব ১৬ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ০১:৩১:২৮পূর্বাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

: থমকে যাওয়া আকাশ
দেখে কি বুঝা যায় কারো মৌনতা ?

: যায় হয়তো। কিন্তু কে দেখে?
কে বুঝতে যায় অন্যের এই মৌনতার
কারণ? কেউ না... কেউই না......

: আচ্ছা, ভোরের কুয়াশার শিহরণ
জাগায় না? বেঁচে থাকার
মানে বলে না তারা ?

: বলে হয়তো। কিন্তু কে খোঁজে সেই
বেঁচে থাকার মানে? কেউ কি এখন আর
কুয়াশা ছুঁয়ে শিহরণের খোঁজ করে?? কেউ
না... কেউই না......

: আচ্ছা কেউ না করুক, তোমারও কি ঐ
নীল আকাশটা দেখে স্বপ্ন
দেখতে ইচ্ছে করে না?

: করে হয়তো । কিন্তু তোমার নীল
আকাশ যেমন রঙ পাল্টায় তেমনি আমার
স্বপ্ন গুলিও পাল্টাতে থাকে সময়ের
সাথে। কেউ এই পাল্টে যাওয়া স্বপ্নের
খোঁজ করে না ।

তাই আমিও আর সেইসব
স্বপ্নদের খোঁজ রাখি নি...

: তুমি এমন ক্লান্ত, ঘরকুনো জীর্ণ
জীবন কেন বেঁছে নিলে? বাঁচার
ইচ্ছেটা কেন হারাল তোমার??

: জানিনা, সত্যিই জানি না ।
তবে জানি স্বপ্ন ভেঙ্গে চুরমার
হয়ে যাবার পর কেউ বেঁচে থাকার
শক্তি যোগাতে পারে না। আমিও
হয়তো পারি নি।

তাই মৃত্যুর সমপরিমাণ
নির্জনতা বেছে নিয়েছি এই
অন্ধকারে....

: অন্ধকারে ডুবে যেতে ভয় লাগে না ?

: লাগে হয়তো ।
কিন্তু কেউতো হাত বাড়িয়ে আলোর সন্ধান দেয়নি ।

বলে নি , আমার সাথে চল !

আমি আমার আলোয় তোমায় আলোকিত করবো তোমার দ্বীর্ঘসময় ।

এই আহবানের অপেক্ষায় থাকতে থাকতে আমি অনেকটাই ডুবে গেছি ।
এই অন্ধকারে !

তাই এখন আর ভয় হয়না ।
(চলবে) .. . . .

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ