লেজঝোলা ফিঙেটি

ছাইরাছ হেলাল ১৪ নভেম্বর ২০১৬, সোমবার, ০৭:২২:২৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

img_8916-4
শীতসকালের নগ্নগাত্রের শিশির মাখা
একাকীর লেজঝোলা ফিঙে পাখিটি
টেনিস নেটে বসে আছে, গাঢ় চোখে ঘাড় কাত করে
চেয়ে আছে আকাশপানে,
চোখ বেধেছে পলকহীনতায়;
ধুপ-ধাপ হুট-হাট করে বা বিড়াল পায়ে নয়
হাঁটিহাঁটি পা পা করেই পৌঁছে যাই
কাছে, খুবই কাছে,
অবাক! যাচ্ছে নাতো উড়ে,
তাকিয়ে আছে জোড়া চোখে
একদৃষ্টে, হাতছোঁয়া দূরত্বে,
হাত বাড়ালাম ধরব বলে,
ফুড়ুৎ করে উড়ে গিয়ে বসল আবার দূরের কাছে
ডেকে উঠল আপন মনে লেজ দুলিয়ে,
কাকে ডাকছে কী বলছে কে জানে!
গানের স্নিগ্ধ স্তব্ধ লয়ে,

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ