লাশের মিছিলে ভাসমান গাছ

সাতকাহন ১১ জুলাই ২০১৫, শনিবার, ০১:১৭:৩৬পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

প্ল্যাকার্ডে ছেয়ে গেছে শহরের মুখ
লাশের মিছিলে ভাসমান গাছ
সারি সারি গাছ ভুলে গেছে নাগরিক জীবন
মাল্টি শব্দের মোহনীয় মায়ায়।

আলোর নিচে অন্ধকারের হাতছানি
রাজপথে রিকেটের মারণ থাবা বা ক্ষয়রোগ
বুলেটে মিলেটে ধাঁরালো হায়েনার নখ
মুখ থুবরে পরে আছে সনাক্তের অভিলেখ।

সুইসাইড নোট লেখা হলো মৃত্যুকে পাশে রেখে
মর্গে এই অভিশপ্ত জীবন প্রেমহীন কঙ্কাল এক।

 

 

১১ জুলাই, ২০১৫
নর্থ সার্কুলার রোড, ধানমন্ডি
ঢাকা, বাংলাদেশ।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ