রাফখাতা : ৫

মিসু ২৪ জুলাই ২০১৩, বুধবার, ১০:০৬:০৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

ফজরের আযান পড়ে গেছে।
দিনের সবথেকে সুন্দর একটা অনুভূতি এই ফজরের আযান শুনতে পাওয়া।
নামাজ শেষ করে খেয়াল করলাম পশ্চিমের জানালা গলে এক অদ্ভুত আলোয় আমার শীতলপাটির বিছানা ভেসে যাচ্ছে।
আমি জানালা দিয়ে আকাশে চোখ রাখলাম। হালকা মেঘের আড়ালে ঝাপসা চাঁদের আলোয় পুরো পৃথিবী এক অদ্ভুত রহস্যময় হয়ে উঠেছে। শেষ রাতের চাঁদের এমন রুপ দেখার সৌভাগ্য খুব একটা আসেনা জীবনে। আমি এমন সুযোগ হাতছাড়া করতে চাইনা। ভোরের আলো ফুটে উঠার আগ পর্যন্ত আমি গাছের পাতার ফাঁকে চাঁদের সাথে কথা বলতে থাকি। এখন আমার কোন অতীত নেই, কোন ভবিষ্যত নেই। আমি আর আমার একলা একা চাঁদ। মাঝে মাঝে শ্রাবণের সাদা মেঘ এসে ঢেকে দিচ্ছে চাঁদকে কিন্তু তাতেও চাঁদের আলো এতটুকু ম্লান হচ্ছেনা। রাতের বেলায় সবুজ গাছের পাতা গুলো কালো দেখায়। সব গেরস্থালি শব্দ বন্ধ। সুনসান নীরবতায় দূরে  কোথায় যেন একটা চোখগেল পাখি ডেকে উঠছে। ঝিঁঝিঁ পোকার ডাক। রাতজাগা কুকুরের ঘেউ ঘেউ।
স্রষ্টার কাছে অনেক কৃতজ্ঞতা আরো একটা দিন বেঁচে থাকার সুযোগ করে দেয়ার জন্যে।  সত্যি বেঁচে থাকা, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারাটাই সব থেকে আনন্দের।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ