ঋতুসন্ধিতে দাঁড়িয়ে

বনলতা সেন ২৬ সেপ্টেম্বর ২০১৪, শুক্রবার, ১১:৪৩:৪৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫০ মন্তব্য

হাঁটিনি সাত পা এক সাথে কখনো।কথা বলার প্রশ্নই আসেনা।ধার করে দেখেছি শেষ অবশেষ, জানালায়।
তবুও ঋতুসন্ধিতে অন্ধকারে ক্লান্ত গলি মুখে চোখ রাখি।না,এ গলি নয়।এখানে রাতের শীতেরা ঘুমুচ্ছে এ মুখ ও মুখ হয়ে।
নগ্ন পায়ে।আমি,না দেখা গলিটি কিছুতেই পাচ্ছিনা খুঁজে। ঘুমে ডুবেও আমার কিছুতেই ঘুম পাচ্ছে না।
আমি পরিযায়ী সিঁধেল চোরও না।

পৃথিবীর বুক হাতিয়ে একটু উষ্ণতা গায়ে মেখে একদিন আমিও ঝুলে যাব বারান্দার কড়ি কাঠে।
হাসি হাসি বড় বড় খোলা চোখ মেলে।রাত্রির গভীরে ডুবে থাকা নক্ষত্রের স্নিগ্ধ পটভূমিতে।
জেগে থাকে রাত বোজা চোখে হাসি মাখা মুখে।

0 Shares

৫০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ