রহস্যময় এক জীবনে দাঁড়িয়েছি!
যেখানে নাকি ঈশ্বর থেকেও নেই-
এমনকি প্রভুময়ের কোন ভয় নেই,
অস্থা নেই- বিশ্বাস নেই তবু রহস্যময়;

এভাবেই চলতে হবে রাত কিংবা দিন!
পাহাড় কিংবা নদনদী এই জোয়ার, ভাটা
কি অদ্ভুত রঙবিরল দৃষ্টিপট রঙিন থেকে রঙিন?
অথচ আসা যাওয়ার মধ্যেই রহস্যময়;

আকাশে সাদা মেঘ- লাল, নীল, সবুজ মেঘ
তারপর বৃষ্টিঝড় এমন কি বজ্রপাত!
অতঃপর পরিসমাপ্তি ঘটে আষাঢ়ের কিছু জলমৃত্যু
আহার নিদ্রা দেখ দেখি রহস্যময় সবকিছু।

০৫ চৈত্র ১৪২৬, ১৯ মার্চ ২০
-------------------------------