যা ইচ্ছে তাই

শুন্য শুন্যালয় ১৮ মার্চ ২০১৫, বুধবার, ০৮:৪০:৪০পূর্বাহ্ন ছবিব্লগ ৫৬ মন্তব্য

কোন একদিন হেঁটে যাওয়া বিকেলবেলা
গায়ে মেখে বর্তমান,
সদ্য মুছে যাওয়া মিথ্যের আলো,
চিনবেনা কেউ, তবু আনন্দের সুরে গাওয়া
যাক ভুলে সব, ভুলে যাওয়া ভালো...

আজো দেখি লাল ফিতে দুই কলাবেনীতে
খুঁজে ফেরে সে
ও.. ও.. ও আইসক্রিমওয়ালা, ঝালমুড়ি;
দিন হারিয়ে, দিনকে হারিয়ে স্বপ্ন দেখে যায়
হয়েছিল যার স্বপ্নেরা ফেরারি ...

হাত দুটো মুঠো করি, চোখ দুটো ঢাকি
সান্তা আমি যেতে চাই চাঁদে,
সাথে আমার "তুই"...
ঘুম ভেঙ্গে দেখি পুরনো জানালা
ভেগেছে সান্তা চন্দ্রালোকে, সংগে হরিণ দুই...

ধীর জলের দিকে তাকিয়ে রই..
কোথায় কোন ঘাসফুল অরন্যে
হারিয়ে গেছে পাহাড় ছায়া বুকে
আমার আয়নাসই..

ফোঁটা ফোঁটা জলের গায়ে
টুকটুকে রঙ্গের আঁকাআঁকি,
পৃথিবীর সব রং গায়ে মেশা তার
ভাবছি তারে বাবুই বলে ডাকি..

ঈশ্বরের সাথে আমারো রয়েছে এলোমেলো কিছু কথা
গোপন কথার খোলসে;
জানো তুমি? বন্ধুবর হাত দেখে বলেছিল,
"আমার রয়েছে তুমিপ্রীতি, নয়তো তোমার আমিপ্রীতি"
আমি হেসে বলেছিলাম, গোপনেরও থাকে গোপন
আগলে রাখা বাক্সে...

0 Shares

৫৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ