যাবজ্জীবন

আগুন রঙের শিমুল ২৭ অক্টোবর ২০১৪, সোমবার, ১২:০১:১৩পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

আজ আমার বুকে জমেছে আগুনময় জল -

মেঘ থেকে নেমে আসা মৃত্যুর ঘ্রাণ,

জলজ গন্ধমাখা পুরনো বাতাসে ভেসে ভেসে আসে

মৃত ফুলেদের অচিন সৌরভ।

বৃষ্টি তে অধিকার কেবলই মেঘের, তাই প্রবল বৃষ্টিদিনে অন্ধকারের বিষম সমর্পণ।

বৃষ্টি ব্যস্ত অন্য আকাশে ফুরসত নেই ভেজাবার

বৃষ্টি জেনেছে, যেহেতু শুন্যতা ভিজেছে উতল শ্রাবণে

দুঃখরঙা জারুলের সাথে তাই দেখা হবে অন্য কোন পথে, আরেক ফাল্গুনে।

অথচ,

এ পথ আমার অচেনা নয়, বহুজন্ম আগে আমি এই পথে কন্টকমুকুট পরে হেঁটেছি

সমূলে উৎপাটিত বৃক্ষের ক্রোধী জ্বালা বুকে, এই পথে আমি হেঁটেছি বহুবার, বহুদূর।

আজ আমার বুকে জমা যে আগুনময় জল -

এর নাম সহজেই অভিজ্ঞতা দেয়া যায়,

দিতে পারি নাম মহত্বম ভুল, কিংবা নাম দেই "কিছু নয়"।

দৈবের জিজ্ঞাস্য হতে পারে, জলের তৃষা মেটেনি এখনো, এতো কিছুতেও?

আমার অম্লান হাসি উত্তর দেবে তার সব, সকল উচ্চারিত এবং নিরুচ্চার প্রশ্নেরও,

দৈব জবাব আসে - তবে যাও যাবজ্জীবন অশান্তি ভোগ কর।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ