যদি থাকে টাকা

সাখাওয়াত হোসেন ২ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৪:২১:২৭অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

যদি থাকে টাকা

ঘরবাড়ি হয় পাকা,

ঘুরঘুর করে অচেনা

মামা, খালু, কাকা।

 

যদি থাকে টাকা

পন্ডিত সেজে হয় নেতা,

যায় সে আসরে

মাতব্বর মানে সবে,

ন্যায়নীতির ধার ধারেনা

ঘুষ ছাড়া কিছু বুঝেনা।

 

যদি থাকে টাকা

যায় ভোজসভা আর অনুষ্ঠানে

হয়ে গ্রামের মাথা,

টাকার ঝলকে নেয় ছিনিয়ে বরণডালা

ঢাকা থাকে কুকর্মের কথা।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

  • আলমগীর সরকার লিটন-এর আমার মতো পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • হালিমা আক্তার-এর কম্পিত ডানায় পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ