প্রশ্ন

সাখাওয়াত হোসেন ১৫ মার্চ ২০২১, সোমবার, ০১:০২:৩০পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

শোষণ, জুলুম আর বলাৎকারে

সারা বাংলায় আগুন জ্বলে

উড়ছে শকুন আকাশ জুড়ে

বাতাস ভারী লাশের গন্ধে

শত শহীদের বিনিময়ে

পেলাম স্বাধীনতা একাত্তরে

তবু কেন অশ্রু ঝরে চোখের কোণে?

 

ক্ষমতার অপব্যায় আর ছলচাতুরিতে

হাহাকার করে বাংলার ঘরে ঘরে

বেঁচে থাকার স্বপ্ন হল ফিকে

কোথাও শান্তির পায়রা উড়েনারে

মিলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট  ঘুষ দিলে

স্বাধীনতা কি,   প্রশ্ন জাগে মনে?

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

  • আলমগীর সরকার লিটন-এর আমার মতো পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • হালিমা আক্তার-এর কম্পিত ডানায় পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ