বাংলা মা

সাখাওয়াত হোসেন ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার, ১০:২৫:২১পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

ওগো প্রিয় বাংলা মা আমার

জড়িয়ে রেখেছ যত্নে আঁচলে তোমার,

চুমু দিয়ে ভাসিয়েছ আনন্দ জোয়ার

চোখ রাঙ্গায় সাধ্য আছে কাহার?

 

ঝড়, ঝঞ্ঝা আসুক যত করে চুরমার

দূরে ঠেলে দিয়েছ সব অন্যায় আবদার,

শক্তিতে দুর্বার, হাতে নিয়ে তলোয়ার

দিয়ে হুংকার, দেশ মুক্ত করেছ রাজাকার।

 

দিয়েছ স্বাধীনতার স্বাদ ঘরে সবার

শস্য-শ্যামল ভরা সবুজের সমাহার,

মাথা নত করে জানায় সম্মান বিশ্বদরবার

সেইতো আমার বাংলা মা,  আমার অহংকার।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

  • আলমগীর সরকার লিটন-এর আমার মতো পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • হালিমা আক্তার-এর কম্পিত ডানায় পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ