কম্পিত ডানায়

হালিমা আক্তার ২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১২:১৭:৫৭পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

ভোরের আলোয়

উঠলো বেজে

অশনি সংকেত।

আকাশের বুকে

ছুটে চলা পাখি

নীড় হারানোর ভয়ে

কম্পিত ডানায় ছুটে চলে।

তমস্যার ঘোরে খায় ঘুরপাক

সামনে পথ না চোরাবালি,

ঢেকে রাখে অজানার গলিপথ

তবুও খুঁজে ফিরে পথের শেষ সীমা।

দিনের আলো হারিয়ে যায়

ভাবনায় ছেয়ে যাওয়া মেঘে,

পূর্ব আকাশে দৃষ্টি তার

গোধূলির পড়ন্ত বেলাতে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ