মে ডে মে ডে

ছাইরাছ হেলাল ৪ এপ্রিল ২০২১, রবিবার, ০২:৫৭:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

মন-ভারী করা দুঃসংবাদ, আবার-ও,
দুশ্চিন্তা শঙ্কা পুনর্বার,
কী হবে কী হবে-না, করোনা কালে;

একাকীর ঘরে বসবাস, সকালে সন্ধ্যার অবসন্ন মন,
দু’চারটে মামুলি আলাপ, একটু খানি কলমি ভাষা,
আলেয়ার মত হলেও
এক বুক নির্মল বাতাস চুরি করে একটু ছুঁতে চাওয়া;
নীল নীলের ঐ আকাশ।

কপালে ভাঁজ ফেলে নিজেকে-ই বলি
কাছে এসো-না, একটু দূরে না-ছোঁয়া দূরত্বে,
সামাজিক নিরাপত্তা মেনে মেনে;

সেই এক-ই বৃত্তায়ন, তাকাবো কী তাকাবো-না,
হাসবো কী হাসবো-না, দেখে ও না-দেখার ভান;

তবুও বলি,  প্লিজ হ্যাভ এ মিট !
সবুজের নির্মল বাতাসে, করোনা এড়িয়ে;

বিবশ স্নায়ুতে-ও চিৎকার করে বলতে ইচ্ছে করে
মে ডে, মে ডে, মে ডে;

ছবি নেটের।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ