মেঘেদের দস্যুতা

ছাইরাছ হেলাল ২১ জুন ২০২২, মঙ্গলবার, ১১:৩৮:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

 

সর্বস্বান্তের ক্ষতবিক্ষততাই এখন একান্ত জ্বলজ্বলে সত্য,
এই দুর্যোগময় মুহূর্তে, নেমে আসছে প্যারাসুটে করে
ঝাকঝাক বৃষ্টি, নিপাট উড়াল ভঙ্গিতে;

গাল ফুলিয়ে এঁকে-বেঁকে বইছে দুর্ধর্ষ নদী
সুইং মুড এখন জলদস্যুতাতে,
নির্বিকারের স্বতঃস্ফুর্তিতে মিশিয়ে দেবে
মিশে যাবে ঐ দূর সমুদ্রের উত্তালে;

নিরাশ্রয়ের মাধুকরী! হা হতোস্মি!
ধূসর, ঝানু ধুরন্ধর মেঘেদের সারি
গুটি বাজিতে মত্ত/ব্যস্ত, ফুঁসে ওঠা নদীদের ঢেউ-জলে।

ধড়ফড় করা আলাভোলা নিরাশ্রয়ের গৃহস্থ আতঙ্কে ভ্যাবাচ্যাকা
চড়ক চোখে, এ-কূল ও-কূল দুকূল-ই এখন চুরমার/ফকফকে
মেঘ-বৃষ্টির গোলকধাঁধার সংকেতে সংকেতে।

ছবি নেটের।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ