মুক্ত এক গুচ্ছ বনোফুল

রিতু জাহান ১৫ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ১১:৩২:০২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

মুক্ত এক ফুল ফুটেছে, সুবাস দিতে, কিন্তু এ ফুল বনফুল, উঠবে না, সাজবে না কোনো ফুলদানিতে। কিন্তু তাতে কি! এই যে শিশির বিন্দু, স্বর্গ থেকে নেমে মৃদু স্পর্শ করবে এ বনফুলকে, সজীব করবে তার রুপ।

চারপাশে তার কোলাহল নেই, নেই কোনো ফুলদানির শৃঙ্খল। মুক্ত বিহঙ্গে ঘুরে ফিরে  সে এ লতায় ও লতায়। পাশে আলোয় ঝর্না ধারায় সজীব মুখটি দেখে পুলকিত হয়। জলপ্রপাতের এই কলকল শব্দে সে নেচে ওঠে। মুক্ত ঝিরঝিরে বাতাসে চঞ্চল নৃত্যরত সে। অঙ্গে বর্ণিল যৌবন আভা মাখে ঐ শিশিরের আলত ছোঁয়ায় প্রজাপতির আলিঙ্গনে নিজেকে সে প্রস্ফুটিত করে। ভোরের এ শিশির সজীব করে, প্রাণবন্ত করে নতুন দিনের আশায়।

ফুলদানির এ ফুলে প্রাণ নেই, নাচে না সে ঝিরঝিরে বাতাসে। কলকল শব্দে তার ঘুম ভাঙে না। শিশিরের স্পর্শে তার সজীবতা ফেরে না। পাথরের এ রাজপ্রাসাদে সযত্নে লালিত, শৃঙ্খলবেষ্টিত এক প্রন হীন সুবাসিত ফুল।

এ ফুলে প্রজাপতি নেই, নেই অঙ্কুরের কোনো আশা। শুধু এ ক্ষণিক সুবাস ছড়াতেই তার মুক্তি।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ