মুক্তো হাসি

ছাইরাছ হেলাল ২৫ অক্টোবর ২০১৪, শনিবার, ০৬:০৩:১৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৫ মন্তব্য

বরফের ভেতর বরফ, স্রোতের মধ্যে স্রোত, ছবির ও ছবি থাকে ,
ক্যামেরার চোখ থাকে, চোখে দেখা থাকে, চোখের ও স্মৃতি থাকে।
সোনালী এলো চুলে বাঁকা ঘাড়ে মুখটেপা গোল চোখে বান ডাকা ঝক্‌ঝকে স্বচ্ছ হাসি থাকে;
পাঁচ-পাঁচটি বেনোজল পায়ে ঠেলে স্বপ্নচোখে কাশফুলের শুভ্রতা জেগে থাকে।
হাওয়াই-মিঠাইয়ের মিষ্টি গন্ধ মেখে বাতাস এখনও হেসে ওঠে সুরের মূর্ছনা নিয়ে
বিনিদ্র রাত্রির মধুর ঝড়ো ঝগড়ায় গভীর ভালোবাসা থাকে,
ভালোবাসা বেঁচে থাকে সকালের সোনা রোদের ভেজা চুলে।

আম্র কাননের ছায়া শীতল আলোরদ্দুরের নিশ্চুপতায় হেসে ওঠে প্রতীকী বীরেরা
মায়ের অশেষ শুশ্রূষার ছোঁয়া পেয়ে ।

0 Shares

৪৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ