মিছে এই বারামখানা

ছাইরাছ হেলাল ২৩ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ০৬:৩২:৩৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

গড়াইয়ের বুকে নেমে আসে রাত্রি ,ধীর পায়ে,সন্ধ্যার আবীর মেখে,
বালিয়াড়ি হেসে ওঠে সন্ধ্যা স্রোতে।
একাত্ম হয় মহানন্দসুখ গালে টোল ফেলে ছিপ নিয়ে মাছ ধরার ছলে।
চলনা সাঁই, ছেড়ে এই বারামখানা;
নেমে যাই,এই বান ডাকা গড়াইয়ের বেনো জলে, ভাসি ঐ দূর সাগরে ।

নিশি রাত,নৈঃশব্দে পিছু নেয় পিছু ডাকে, ফিরে তাকাই, শূন্য চোখ উধাও নয়নে।
হেঁটে যাই উষ্ণ বকুলের পথ মাড়িয়ে, খুঁজে ফিরি দেখব বলে আঁধারের নাকছাবি।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ