মা… প্রকৃতি

সোনেলা রোদ্দুর ১৩ অক্টোবর ২০১৫, মঙ্গলবার, ১০:০২:২২অপরাহ্ন একান্ত অনুভূতি, ছবিব্লগ ৪৪ মন্তব্য

সন্তানকে মা কখনোই দূরে রাখেন না।প্রসূতি মায়ের কষ্টকর দিনের মাঝেও অনুভব করেন নিজের মধ্যে একজনকে পরম মমতায়।সন্তানকে জগতের আলোতে নিয়ে আসার কষ্টের সময়ের সাথে কোন যন্ত্রনারই তুলনা হয়না।অজ্ঞান মা এর মুখে হাসি আসে নবজাতক সন্তানের ফুটফুটে মুখ আর চিৎকার। এরপর জীবনের শেষ দিনটি পর্যন্ত সন্তানের মঙ্গল আকাঙ্ক্ষায় মা থাকেন অবিচল।সন্তান দূরে চলে গেলেও মা সন্তান হতে দূরে থাকেন না কখনোই।তাকে নিজের মাঝেই রাখেন।

এই জগৎ মাতাও তেমনি।পাহাড়ের জংগল,প্রকৃতিকে কেটে কুটে পরিষ্কার করে যে গ্রাম তৈরী করেছিলেন একদা কিছু মানুষ।কালের প্রবাহে নিজেদের তৈরী করা গ্রাম পরিত্যাগ করে চলে যায় সে মানুষ। মানুষ পরিত্যাগ করলেও সে গ্রামকে এই ধরণী মাতা পরিত্যাগ করেনি। আদর করে বুকে নিয়েছে পরম মমতায়।পরিত্যক্ত সব কিছুকে জড়িয়েছেন নিজের ঐশ্বর্য দিয়ে।

12168065_1647191802233496_860771815_n
চীনের ইয়াংজি নদীর মাঝের দ্বীপে মৎস্যজীবীরা তৈরী করেছিল এই গ্রাম।এক সময় এখানে মাছের ক্রেতা না আসায়
গ্রামটি পরিত্যাগ করে সবাই চলে যান অন্যত্র। কালের বিবর্তনে তাদের পরিত্যাক্ত ঘর বাড়ী প্রকৃতি তার বুকে টেনে নিয়েছে।
12166755_1647191735566836_1168849257_n
প্রকৃতি যে মা,কিভাবে ফেলে দিবেন তার সন্তানকে? রুক্ষ হতে দেননি, শুষ্ক হতে দেননি তার সন্তানকে।পরম আদরে বুকে জড়িয়ে রেখেছে।
12165872_1647191755566834_528837881_n
প্রকৃতির কাছে আমাদের শেখার আছে অনেক কিছু। মাতৃ রূপ দেখার মত চোখ চাই সবার।
12166407_1647191798900163_964963126_n
ইচ্ছে হয়ে সব কিছুকে উপেক্ষা করে চলে যাই এখানে।গিয়ে বলি 'মা আমি এসেছি আমাকেও গ্রহণ করো।'
china-5 [320x200]
এই বাড়িতে একসময় তৈরী হয়েছিল কত স্বপ্ন। স্বপ্নবাজরা স্বপ্নকে ফেলে দিয়ে হয়েছে নিরুদ্দেশ,তবুও স্বপ্নেরা আজ
রয়ে গিয়েছে। স্বপ্নবাজদের আজ নেই খোঁজ।
12064243_1647191885566821_1743684983_n
সবুজে জড়ানো এমন জানালা বাস্তবে না হলেও আমরা যেন আমাদের হৃদ মাঝারে ধারণ করি। আমার স্বপ্নের জানালা (3

আরো ছবি এবং তথ্য সূত্রঃ 

আসুন এই গানটি শুনি সবাই

0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ